প্রতিদিনের সংবাদ ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৩
জাপান উপকূলে ৮ ক্রু নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
জাপানের ইয়াকুশিমা দ্বীপে আটজন ক্রু নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল পৌনে ৩টার দিকে এই বিমান দুর্ঘটনা ঘটে। জাপান কোস্টগার্ডের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
জাপানের সম্প্রচারমাধ্যম এমবিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় বিকেল পৌনে ৩টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
জাপান কোস্টগার্ডের ওই মুখপাত্র বলেছেন, বিমানের ভেতরে থাকা ক্রুরা সুস্থ আছেন কি না- এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই। এ ছাড়া, এ বিষয়ে জাপানে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন