প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ নভেম্বর, ২০২৩

কপ-২৮ সম্মেলনে যাচ্ছেন না পোপ ফ্রান্সিস

জাতিসংঘের জলবায়ু শীর্ষক সম্মেলন কপ-২৮-এ যোগ দিচ্ছেন না পোপ ফ্রান্সিস। স্বাস্থ্যগত কারণে তিনি সংযুক্ত আরব আমিরাতের সফর বাতিল করেছেন। মঙ্গলবার ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটিও ব্রুনি এই তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দুবাইয়ে শুরু হবে কপ-২৮ সম্মেলন। এই জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাল শুক্রবার দুবাইয়ের উদ্দেশে রওনা দিতেন পোপ ফ্রান্সিস। সেখানে পরদিন শনিবার কনফারেন্স অব দ্য পার্টিজে (কপ-২৮) ভাষণ দেওয়ার কথা ছিল তার। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই প্রথম কোনো ধর্মগুরু ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে দুবাই সফর বাতিল করতে হয়েছে তাকে। কারণ সম্প্রতিই তিন ফ্লু ও ফুসফুসের প্রদাহ থেকে সেরে উঠেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close