প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ জুন, ২০২৩

পোপ ফ্রান্সিস হাসপাতালে

ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস রোমের একটি হাসপাতালে হয়েছেন। তিনি সেখানে পেটের অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন। ভ্যাটিকান প্রেস অফিস এমনটি বলেছে।

বুধবার ভ্যাটিকানের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পবিত্র পিতা জেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাবেন। পুরোপুরি সুস্থ হতে ৮৬ বছর বয়সি পোপকে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে তিনি দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন। গেল মার্চের শেষে ব্রঙ্কাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিন দিন পর তিনি হাসপাতাল ছাড়েন।

২০২১ সালের জুলাইয়ে একই হাসপাতালে তিনি দুই সপ্তাহ ছিলন অন্ত্রে সূক্ষ্ম অস্ত্রোপচারের জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close