প্রতিদিনের সংবাদ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি, ২০২৩
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা কর্মকর্তা অবাঞ্ছিত

মালির সামরিক সরকার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) তাকে ৪৮ ঘণ্টার মধ্যে মালি ছেড়ে যেতে বলা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে মালির সমালোচনা করার পর বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বিবৃতিতে মালি সরকারের মুখপাত্র কর্নেল আবদুলাই মাইগা অভিযোগ করেন, মালির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে সুশীল সমাজের সাক্ষী বাছাইয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন শান্তিরক্ষা মিশনের মানবাধিকার বিভাগের প্রধান গুইলাউম এনগেফা আটোনোদোক আন্দালি।
নিরাপত্তা পরিষদের ওই ব্রিফিংয়ে মানবাধিকার কর্মী আমিনাতো চেইক ডিকো মালির নিরাপত্তা পরিস্থিতির নিন্দা করেন। মালি সরকারের রুশ অংশীদার ওয়াগনার গ্রুপকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেন তিনি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন