প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ অক্টোবর, ২০২২

খাশোগি হত্যা

সৌদি যুবরাজের দায়মুক্তি

সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আর এ কারণে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে তার দায়মুক্তি মিলছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

খাশোগি হত্যা মামলায় যুবরাজকে অভিযুক্ত করার পর বরাবরই তিনি বিষয়টি অস্বীকার করে এসেছেন। বিভিন্ন দেশের নজরে তিনি ছিলেন এ মামলার অন্যতম আসামি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ বিন সালমানের আইনজীবীরা সোমবার (৩ অক্টোবর) মার্কিন আদালতকে জানিয়েছেন, গত সপ্তাহে প্রধানমন্ত্রী হিসেবে ক্রাউন প্রিন্সের নিয়োগ তার দায়মুক্তি নিশ্চিত করেছে।

২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করে সৌদি এজেন্টরা। তদন্তে উঠে আসে মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close