শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

নির্বাচন-পরবর্তী সহিংসতা

শৈলকুপায় ৩০ বাড়িঘর ভাঙচুর আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার দ্বিতীয় ধাপে শৈলকুপা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বিজয়ী ও দোয়াত কলমের প্রার্থী শামীম হোসেন মোল্লা পরাজিত হন। এই নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিজয়ী প্রার্থীর সমর্থক বন্দেখালী গ্রামের আতিয়ার রহমান ও পরাজিত প্রার্থীর সমর্থক আবুল মেম্বারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০টি বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষে দোয়াত কলম প্রতীকের সমর্থক বন্দেখালী গ্রামের সুপি আলী, মিন্টু আলী, রাকিব বিশ্বাস, রুহুল হোসেন, সিদ্দিক শেখ, আরব আলী, আসমত আলী, আহাম্মদ আলী, লাভলু শেখ ও হুজুর আলীর বাড়ি ভাঙচুর করা হয়। আকমল আলী, হাফিজুল আলী, কপিল উদ্দিন ও আলাউদ্দিন বিশ্বাস গুরুতর আহত হন। এছাড়া মোটরসাইকেলের সমর্থক একই গ্রামের শরিফুল ইসলাম, আবু দাউদ, হাশেম আলী মাস্টার, শাহাদত আলী, আজব মণ্ডল, আতিয়ার রহমান, মতিয়ার রহমান, মজিবর রহমান, আ. রাজ্জাক, রিপন, শরিফুল ইসলাম, স্বপন, জিয়ারুল, আলম বিশ্বাস, রিপন আলীর বাড়ি ভাঙচুর হয়।

দোয়াত কলমের সমর্থক আবুল হোসেন বলেন, আমরা দোয়াত কলমের ভোট করেছি। ভোটে আমরা পরাজিত হওয়ায় আজ (গতকাল) সকালে আমার নিরীহ লোকদের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় পাঁচজনকে পিটিয়ে আহত করে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মোটরসাইকেল সমর্থক বন্দেখালী গ্রামের আতিয়ার রহমান বলেন, আমরা মোটরসাইকেল মার্কার সমর্থক, আমরা মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ায় আজ (গতকাল) সকালে দোয়াত কলমের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে।

শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চেীধুরী বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি বর্তমান শান্ত আছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close