প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ মে, ২০২৪

কলেজছাত্রসহ সড়কে নিহত ৪ আহত ১১

কলেজছাত্রসহ বান্দরবান, ময়মনসিংহ, ফেনী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বান্দরবান : লামায় শ্রমিকবাহী পিকআপ উল্টে একজন নিহত ও ৭ শ্রমিক আহত হয়েছেন। আহতদের কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর (২২) চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজ।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে প্রাইভেট পড়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে লড়ির ধাক্কায় আল মামুন রাব্বী (১৭) নামে এক কলেজশিক্ষার্থী নিহত ও আরাফাত (১৭) নামে অপরজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে গফরগাঁও-রসুলপুর আন্তঃসড়কের ময়নার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন রাব্বী উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা নয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও স্থানীয় আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ফেনী : সোনাগাজীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় মো. সোয়াইব (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল ১০টায় চরচান্দিয়ার ভূঞার বাজারসংলগ্ন ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোয়াইব উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর চরদরবেশ গ্রামের মো. শাহাদতের ছেলে।

নারায়ণগঞ্জ : বন্দরে বালুবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এরশাদ (৫৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের নামণ্ডপরিচয় জানা যায়নি। গত মঙ্গলবার সকাল ৮টায় বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের লক্ষণখোলা মাদরাসা রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ সোনারগাঁ থানার কাঁচপুরের আবদুল জলিল মিয়ার ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close