নিজস্ব প্রতিবেদক

  ১৬ মে, ২০২৪

বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর জন্য কাজ করবে জাপান

বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীর জন্য জাপান কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী হোসাকা ইয়াসুশি। গতকাল বুধবার ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) জাপান দূতাবাসের সহায়তায় ও গ্রাসরুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) অধীনে হাসপাতালের রেডিওলজি বিভাগে আধুনিক ডিজিটাল এক্স-রে এবং ওপিজি মেশিন পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি উপস্থিত ছিলেন।

ডিসিএইচটি, সিআইএস ও এপ্যাড চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী কামরুজ্জামান ডিসিএইচটি, সিআইএস ও বাংলাদেশকে অসামান্য সহায়তার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশে জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইওয়াসাকি দাইচি, দূতাবাসের পরামর্শক খান নানামি। হাসপাতালের সমন্বয়কারী প্রফেসর ডা. মাহমুদার রহমান ও গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি ডিভিশনের সহকারী পরিচালক ইচিনো সাতোমিসহ ডিসিএইচ এবং ডিসিএইচটি, সিআইএস ও এপ্যাডের অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া সামাদ মৌ ও ডা. মো. ফুয়াদুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close