কক্সবাজার প্রতিনিধি

  ১৩ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হবে

- পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সংসদ নির্বাচনের পর অদৃশ্য শক্তির ওপর নির্ভর শুরু করেছে বিএনপি। তারা এখন তাবিজ ও দোয়ার দিকে ঝুঁকে পড়েছে।’ গতকাল রবিবার বিকালে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা উপলক্ষে কক্সবাজারে আসেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার জয়কে সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতীম সব রাষ্ট্র। তারা সরকারের সঙ্গে চলমান সম্পর্ক আরো দৃঢ় করতে চায়। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে চমৎকার, এ সম্পর্কে আরো উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সফরে তাদের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করার চেষ্টা থাকবে আমাদের।’

মিয়ানমারে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে সেই সংঘাতকে অজুহাত হিসেবে দেখিয়ে আসছে দেশটির সেনা শাসকরা, এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাখাইনে চলমান সংঘাতকে ইস্যু করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দীর্ঘসূত্রতার ইঙ্গিত দিয়ে আসছে তারা। বিজিপির যে ১৩৮ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন; তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’

স্থানীয় সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা উপলক্ষে কক্সবাজারে অবস্থান করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। সভায় বসার আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আবদুল মোমেন, নাহিম রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সারওয়ার কমল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিকাল ৫টায় শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সেমিনার কক্ষে আরআরআরসির প্রতিনিধি, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও, আইএনজিওর প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, নিরাপত্তারক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে যৌথ সভায় মিলিত হন। একই সেমিনার কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close