প্রতিদিনের সংবাদ ডেস্ক
এসএসসির ফল
গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুলের অনন্য সাফল্য
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান প্রতিষ্ঠিত গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পাসের হার ৯৭.৬৭ শতাংশ। পশ্চিম গোপালগঞ্জের ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটি এসএসসির ফলাফলে এবারও প্রথম স্থান লাভ করেছে, এর নিকটবর্তী খোন্দকার শামস উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়টির পাসের হার শতকরা ৬৯.৮৮ ভাগ। এ ছাড়া গোপালগঞ্জের মধ্যে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজটি এসএসসির ফলাফলে এবার তৃতীয় স্থান লাভ করেছে।
গোপালগঞ্জের এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে শতকরা ৯৮.৬৮ ভাগ পাস করে প্রথম স্থান এবং বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতকরা ৯৭.৮৭ ভাগ পাস করে জেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে। ২০১৪ সালে গ্রামীণ নারী শিক্ষার অগ্রদূত হিসেবে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ার রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্র এলাকার নারী শিক্ষার হার বাড়তে শুরু করেছে। আধুনিক ও উন্নত শিক্ষার সু-ব্যবস্থার পাশাপাশি প্রতিষ্ঠানটি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগসহ সারা বছর বিভিন্ন ধরনের বৃত্তি ও প্রণোদনামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে।
"