কক্সবাজার প্রতিনিধি

  ২০ এপ্রিল, ২০২৪

মিয়ানমারের আরো ১৩ বিজিপি বাংলাদেশে

মিয়ানমারের রাখাইন রাজ্যে এবং দেশটির অন্য স্থানে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে। চলমান সংঘাত থেকে পালিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) আরো ১৩ সদস্য নাফ নদীতে ঢুকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আশ্রয় নিয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে তারা আত্মসমর্পণ করেন। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে নতুন করে আরো ১৩ বিজিপি সদস্য এসে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তী সময়ে কোস্টগার্ড বিজিপি সদস্যদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) কাছে হস্তান্তর করে। তিনি আরো জানান, বর্তমানে মোট ২৭৪ জন আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান করেছেন। তারা মিয়ানমারে সীমান্ত রক্ষী ও শুল্ক বিভাগের কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close