নিজস্ব প্রতিবেদক

  ২০ এপ্রিল, ২০২৪

বৈশ্বিক জলবায়ু ধর্মঘটে সংহতি

প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’। বাংলাদেশেও তরুণ ছাত্র-যুবকরা এ কর্মসূচির সঙ্গে একাত্ম হয়েছেন।

তারা সংহতি জানিয়ে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচিতে তারা বাংলাদেশের জ্বালানি-বিদ্যুৎবিষয়ক সমন্বিত পরিকল্পনা-আইইপিএমপি সংশোধন করে নবায়নযোগ্য শক্তিনির্ভর মহাপরিকল্পনা তৈরির দাবি জানিয়েছেন। তাদের মতে, এই নবায়নযোগ্য শক্তিনির্ভর মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে বাংলাদেশ উপকৃত হবে। কমবে জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশদূষণ এবং প্রাণ-প্রকৃতির ক্ষতি।

গতকাল এ কথা জানা গেছে ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close