নিজস্ব প্রতিবেদক

  ১৬ এপ্রিল, ২০২৪

উৎসব ও গরমে তরমুজের দাম দেড়গুণ

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ- এ দুই উৎসব এবং চলমান তাপপ্রবাহের কারণে তরমুজের চাহিদা বেড়েছে। চাহিদা বৃদ্ধির কারণে ঈদের বন্ধের মধ্যে তরমুজের দাম দেড়গুণ বেড়েছে। এছাড়া তরমুজের মৌসুম শেষদিকে চলে আসাটাও দাম বাড়ার কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। রাজধানীর বিভিন্ন বাজার ও এলাকা ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

এক সপ্তাহে আগে ঢাকার খুচরা বাজারে তরমুজ ৩৫-৫০ টাকা কেজিদরে হয়েছিল। ঈদের আগের দিনও একই দামেই তরমুজ বিক্রি হয়। কিন্তু গত রবিবার ও গতকাল সোমবার বাজারে গিয়ে দেখা যায়, তরমুজের কেজি ৫০-৬৫ টাকা। গত সপ্তাহে যে তরমুজের দাম ৪০ টাকা কেজি ছিল, সেটা সোমবার ৬০ টাকা কেজিদরে বিক্রি হয়েছে। দাম বেড়ে যাওয়ার কারণে একদিকে কেজি দরে বিক্রি যেমন বেড়েছে, তেমনি কমে গেছে ‘পিস’ হিসেবে বিক্রি।

কাপ্তান বাজারের খুচরা ব্যবসায়ী জামরুল হক বলেন, ‘ঈদের আগে, ঈদের দিন; এমনকি পরের দিনও ৪০ টাকা কেজিদরে তরমুজ বিক্রি করেছি। পিস হিসেবে কেউ কিনতে চাইলে, সেভাবেও বিক্রি করেছি। তিনি বলেন, পাইকারি দাম বেড়ে গেছে তরমুজের। ১০০ তরমুজের দাম ঈদের আগে ছিল ১৭ হাজার টাকা। ঈদের পরে এসে এ দাম বেড়ে হয়েছে ২৩ হাজার টাকা। এ ব্যবসায়ী বলেন, ‘তরমুজের দামের সঙ্গে পরিবহন খরচ আছে, কিছু তরমুজ নষ্ট হয়। সব মিলিয়ে লাভ টিকিয়ে রাখার জন্য আমাদের দাম বাড়াতে হচ্ছে।’ মিরপুর-১০ গোলচত্বর ফলপট্টি থেকে ৬০ টাকা কেজি দরে ৫ কেজি ওজনের একটি ছোট তরমুজ কিনেছেন শিমুল হায়দার। তিনি বলেন, ‘ঈদের পরদিন একই আকৃতির তরমুজ আমি ৪০ টাকা কেজিদরে কিনেছি। তরমুজের সব দোকানে ঘুরলাম। ৬০ টাকার কমে কিনতেই পারলাম না।’ তিনি বলেন, ‘গরম পড়েছে, তাই তরমুজ খাওয়া হচ্ছে। আজ (সোমবার) বেড়াতে যাচ্ছি। অন্য ফল না কিনে গরমের কথা ভেবে তরমুজই নিয়ে যাচ্ছি।’

কারওয়ানবাজারের পাইকারি তরমুজের আড়তের স্বত্বাধিকারী হিরণ বলেন, ‘অনেক প্রতিযোগিতা করে তরমুজ আনতে হয়েছে। বাগেরহাট থেকে এগুলো এনেছি। ঈদের আগের তুলনায় প্রতি তরমুজ ১০০ টাকা বেশি দাম দিয়ে আনতে হয়েছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’ একই বাজারের বিক্রয়কর্মী বলেন, ‘তরমুজের সরবরাহ এরই মধ্যে কমে গেছে। বরিশাল অঞ্চলের তরমুজ প্রায় শেষের দিকে। এখন খুলনা অঞ্চল থেকে তরমুজ আসছে। ২০-২৫ দিন পর তরমুজ বাজারে পাওয়া যাবে না। এজন্য এখন তরমুজের চাহিদা বেশি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close