রাজশাহী ব্যুরো

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

ট্রেনের ধাক্কায় ট্রলির দুই শ্রমিক নিহত

রাজশাহীর পবা উপজেলার মোহনপুর এলাকায় লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা খড়িবাহী ট্রলিচালক ও তার সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার পুঠিয়া উপজেলার কামাড় ধাঁধাস গ্রামের নসিমনচালক মো. মোফাজ্জাল হোসেন মোফা (৩৭) ও ট্রলির হেলপার একই এলাকার মো. হাবিবুর রহমান হাবিব (২৩)। দুর্ঘটনার পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে জিআরপি থানার কাছে হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রাবি ফায়ার স্টেশনের লিডার খাইরুল ইসলাম জানান, খড়িবোঝাই একটি ট্রলি লেভেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ট্রলি দমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রলিরচালক ও তার সহকারী মারা যান। খড়িগুলো স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার সোমবার বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে বুঝিয়ে দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close