প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

ধর্ষণচেষ্টার বিচার চেয়ে উত্তাল চবি

* চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ * ১২ দফা দাবি আদায়ে ইবিতে অবস্থান কর্মসূচি

ধর্ষণচেষ্টার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে চবির দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এ ছাড়া ১২ দফা দাবি আদায়ে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতির নেতারা। প্রতিনিধিদের পাঠানো খবর-

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে নিজ বিভাগের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বিচারের দাবিতে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অবস্থান নেন। এ ঘটনার বিচার দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি পালন করছেন বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষাঙ্গনে যৌন হয়রানি এবং ধর্ষণচেষ্টার মতো ঘটনাগুলোর বিচার করতে হবে। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. মো. মাহবুবুল মতিনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে প্রশাসনকে কাজ করতে হবে।

যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে জানিয়ে চবি প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। তা ছাড়া এমন স্পর্শকাতর বিষয়ে প্রশাসন কাউকে ছাড় দেবে না।

অভিযুক্ত অধ্যাপক ড. মো. মাহবুবুল মতিন বলেন, আমি একজন বয়োজ্যেষ্ঠ অধ্যাপক। ওই ছাত্রী আমার মেয়ের মতো। আমার বিরুদ্ধে তার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ যদি সে প্রমাণ করতে পারে, তবে আমি বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি নিয়ে পুরো দুনিয়া থেকেই চির বিদায় নেব।

প্রসঙ্গত, নিজ বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে ওই শিক্ষার্থী চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বরাবর লিখিত অভিযোগ করেন। তাতে উল্লেখ করেন, অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে তিনি স্নাতকোত্তরের থিসিস করছেন। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। ৬ জানুয়ারি গবেষণাগারে তাকে একা পেয়ে ওই শিক্ষক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে চবির দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। তারা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগপত্র জমা দেন তারা। ইবি : ১২ দফা দাবি আদায়ে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতির লোকজন। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য সিন্ডিকেটের এজেন্ডায় তাদের দাবিগুলো অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান নেন কর্মকর্তারা।

দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কক্ষ ত্যাগ করলে কর্মকর্তারা কার্যালয় ত্যাগ করেন। এদিকে দুপুর ২টায় উপাচার্যের বাসভবনে কর্মকতারা দেখা করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সুলতান বলেন, ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ আন্দোলন চলবে। আগামীকাল (আজ) সিন্ডিকেটের এজেন্ডায় আমাদের দাবিগুলো অর্ন্তভুক্ত করতে হবে। এর আগেও বঙ্গবন্ধু পরিষদের কিছু নেতার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিলাম। তবে সেটা প্রশাসন আমলে নেয়নি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ইমাম নিয়োগ বোর্ডকে কেন্দ্র ১২ দফা দাবি নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিতে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close