নিজস্ব প্রতিবেদক

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানি সরবরাহে প্রকল্প চলমান

- স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, দেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানি সরবরাহে নানা প্রকল্প গৃহীত হয়েছে। এর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃষ্টির পানি সংরক্ষণের প্রকল্প চলমান। গতকাল রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তিনি।

পিরোজপুরের মঠবাড়িয়ার (পিরোজপুর-৩) সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানান, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানি সরবরাহের জন্য বর্তমানে তিনটি প্রকল্প চলমান।

মঠবাড়িয়া উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় ১০ হাজার ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং ইউনিট’ স্থাপনের কার্যক্রম চলছে। প্রকল্পটির মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত। এ প্রকল্পের আওতায় এরই মধ্যে দুই হাজার ইউনিট নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকি আট হাজারের নির্মাণকাজ চলমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close