প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

নারী ও শিশুসহ প্রাণ গেল ৯ জনের

খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া রাজধানী ঢাকা, ফেনী ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো চারজন। প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়কে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল পৌনে ৪টায় উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শোভনার জিয়েলতলা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস (৩০), তার দুই বছর বয়সি মেয়ে অর্নি বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩) ও আনুমানিক ২৬ বছর বয়সি অজ্ঞাতনামা এক নারী।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ঘটনাস্থলে, দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিশু অর্নি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ছাড়া গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা : রাজধানীর এলিফ্যান্ট রোডে শুক্রবার রাত সোয়া ১২টায় মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। নিহতের বাবা আইয়ুব আলী জানান, তাদের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার ক্ষীরকাঠি গ্রামে। এছাড়া গতকাল বিকেল ৪টায় ডেমরার সানারপাড়ে দ্রুতগামী বাসের ধাক্কায় মো. রাসেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল লাব্বাইক পরিবহনের চালক ছিলেন। তিনি মাদারীপুরের শিবচরের মুন্সি কাদিরপুর গ্রামের মৃত মাসুদ সরকারের ছেলে।

ফেনী : ফেনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে সিএনজিচালিত অটোরিকশা ও স্কেভেটর মেশিনের মুখোমুখি সংঘর্ষে মো. লিমন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো পাঁচ যাত্রী। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট : জয়পুরহাটের বেলতলী এলাকায় গতকাল শনিবার বিকেলে গরু বোঝাই ভটভটি উল্টে সামছুল আলম নামে একজন নিহত ও তিন গরু ব্যবসায়ী আহত হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সামছুল আলম ক্ষেতলালের বটতলী মৃধাপাড়া গ্রামের মৃত হাজি জসিম উদ্দিনের ছেলে। তিনি ক্ষেতলাল পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close