নিজস্ব প্রতিবেদক

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

এরিকের মামলায় কাজী মামুনের বিরুদ্ধে ওয়ারেন্ট

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের করা মামলায় জাতীয় পার্টির (রওশনপন্থি) মহাসচিব কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছেন আদালত।

এরিক এরশাদের আইনজীবী অ্যাডভোকেট টিপু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২২ সালে এই মামলা দায়ের করা হয়। এরিক এরশাদের বাসা প্রেসিডেন্ট পার্ক থেকে এরশাদ ট্রাস্টের ১০০ পিস প্যাড, ট্রাস্টের গুরুত্বপূর্ণ কিছু চিঠি ও ব্যাংকের একটি চেক বহির ১২টি চেক নিয়ে আর ফেরত দেননি।

ঘটনার সময় তিনি এই ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে কাজী মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি শুনেছি, কিন্তু বিস্তারিত জানি না।

এরিক এরশাদের ব্যক্তিগত সহকারী ড. মোর্শেদ মঞ্জুর বলেন, বারবার চাওয়ার পরও এই ডকুমেন্টগুলো কাজী মামুন ফেরত না দেওয়ায় আমরা আদালতের শরণাপন্ন হই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close