প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

কৃষি কর্মকর্তাসহ সড়কে নিহত ৪ আহত ২০

মাদারীপুর, পটুয়াখালী ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-

মাদারীপুর : মাদারীপুরের খাগদী এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় আবদুস সালাম (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। সদর উপজেলার শেখ হাসিনা আন্তসড়কে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামের কমল উদ্দিনের ছেলে এবং ৫ বছর আগে কৃষি উপসহকারী কর্মকর্তা হিসেবে অবসরে যান। মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ সালাউদ্দিন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা সড়কের বাদুরা বাজারের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাস খাদে পড়ে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের মনির গাজীর ছেলে বেল্লাল হোসেন (২৩) ও ইছআদই গ্রামের রুহুল আমিনের ছেলে রাহাত (২০)। আহতদের মধ্যে আশরাফ

আলী (৫) জহিরুল ইসলাম (৫), নাসরিন বেগম (৫৪), লামিয়া বেগমকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল : নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইমন আলী (২৫) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত ইমন যশোরের মণিরামপুরের হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে। গতকাল শুক্রবার ভোরে নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী ব্রিজে এ ঘটনা ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close