তুহিন খান নিহাল

  ১৮ জানুয়ারি, ২০২৪

বিনোদন

ওটিটিতেও দাপুটে তারকারা

সময়ের পথ ধরে সবকিছুতেই এখন আধুনিকতার ছোঁয়া। এক সময়কার টেলিভিশনকে ছাপিয়ে বিনোদনের নতুন মাধ্যম হিসেবে সাড়া জাগিয়েছে অনলাইন প্ল্যাটফরমগুলো। ওটিটি প্ল্যাটফরম এখন বিনোদনের সেরা জায়গা। বিশ্বের তাবত তারকাশিল্পীরা ওটিটিতে সময় দিচ্ছেন। পিছিয়ে নেই আমাদের দেশের শিল্পীরাও। গেল দুই বছরের হিসাবটা তাই বলে। আগে যে অভিনয়শিল্পীরা নাটক বা সিনেমায় দাপিয়ে বেড়িয়েছেন, গেল কয়েক বছরে ওটিটি প্ল্যাটফরমে তাদের বেড়েছে ব্যস্ততা। অনেকের দাপুটে অভিনয়ে পেয়েছেন প্রশংসাও।

ওটিটি প্ল্যাটফরমে নিয়মিত কাজ করে নিজের দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার ওটিটিতে যাত্রা শুরু হয় মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে। মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘পুনর্মিলনে’ ওয়েব ফিল্মে ফারিণের অভিনয় ছিল চোখে পড়ার মতো। এছাড়া তার অন্য দুটি প্রজেক্ট শিহাব শাহীন নির্মিত ‘বাবা সামওয়ান ইজ ফলোইং মি’ ও রুবেল হাসান নির্মিত ‘নিকষ’র অভিনয়ও দশক গ্রহণ করেন। এরই মধ্যে গতকাল মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম ‘অসময়’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

‘রূপকথা নয়’ এর মাধ্যমে ক্যারিয়ারে ওয়েবযাত্রা শুরু করলেও ‘তাকদির’ দিয়ে আলোচনায় আসেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এরপর তিনি গোলাম সোহরাব দোদুলের নীল দরজা, ঊনলৌকিক, ডার্করুম, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বলি, জাগো বাহে, পেটকাটা ষ, হইচইয়ের কারাগার, কারাগার টু, ওভারট্রাম্পের মতো একের পর এক ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকমুগ্ধতা ছড়ান। বর্তমানে নতুন একটি ওয়েব সিরিজে বর্তমানে কাজ করেছেন চঞ্চল। তবে এখনই ওয়েব সিরিজটি বিষয়ে কিছু জানাননি তিনি।

এদিকে শুধু নাটক নয়, ওটিটি কনটেন্টেও আলোচনায় রয়েছেন মোশাররফ করিম। ভার্সেটাইল এ অভিনেতা প্রথমবার শামীম জামানের ‘আলটিমেটাম’ দিয়ে ওটিটিতে প্রবেশ করলেও আশফাক নিপুণের ‘মহানগর’ ও ‘মহানগর-টু’ দিয়ে দুই বাংলার দর্শক নজর কাড়েন। ওসি হারুন চরিত্রে অনবদ্য অভিনয় দেখা যায় মোশাররফ করিমের। সম্প্রতি গোলাম সোহরাব দোদুলের ‘মোবারকনামা’র মোবারক চরিত্র দিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি।

শিহাব শাহীনের ‘দ্বিতীয় কৈশোর’ দিয়ে ওয়েব ক্যারিয়ার শুরু করেন দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি ওয়েব সিরিজ হিসেবে করেন বিউটি অ্যান্ড দ্য বুলেট, মরীচিকা, কাইজার, সিন্ডিকেট, সাড়ে ষোলসহ ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়, রেডরাম, শুক্লপক্ষ, নীল জলের কাব্য প্রভৃতি।

তমা মির্জা ‘বুকের মধ্যে আগুন’, ‘ফ্রাইডে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ দিয়ে নিজেকে চিনিয়েছেন। রায়হান রাফি পরিচালিত ‘ফ্লোর নম্বর ৭’ এ অভিনয় করেও প্রংশসিত হন তমা।

আর গেল বছরের শেষে এসে মোস্তফা সরয়ার ফারুকী ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এর আগে ‘কুয়াশা’ নামে একটি ওয়েব সিরিজে তিশাকে দেখা যায়।

শিহাব শাহীনের মরীচিকার পর জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ দর্শক নজর কাড়েন রনি ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনে’ দিয়ে। ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ দিয়ে মিথিলাকে গ্রহণ করেছেন দর্শক।

ওয়েব সিরিজ ‘সাবরিনা’ দিয়ে মেহজাবীনের ওটিটি যাত্রা শুরু হলেও একে একে রেডরাম, কাজলের দিনরাত্রী, দ্য সাইলেন্স, আমি কি তুমি, নীল জলের কাব্য দিয়ে ওটিটিতে নিজেকে চিনিয়েছেন তিনি।

তানিম রহমান অংশুর ‘তীরন্দাজ’ এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন কাবিলাখ্যাত জিয়াউল হক পলাশ। আজই মুক্তি পায় পলাশ অভিনীত ‘অসময়’ ওয়েব সিরিজটি।

এছাড়া গুণী অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও অপি করিম প্রথমবারের মতো ওটিটি কনটেন্টে জুটি বাঁধেন হইচইয়ের ‘অদৃশ্য’তে।

‘বোধ’ দিয়ে সারা আলম এবং মোবারকনামা দিয়ে শাহানাজ সুমি সবার নজর কেড়েছেন।

এছাড়া ওয়েবে কাজ করে দর্শকনন্দিত হয়েছেন এছাড়া ওয়েবে কাজ করে দর্শক নন্দিত হয়েছেন রওনক হাসান, ইন্তেখাব দিনার, বুবলী, মিম, বিন্দু, আফসানা মিমি, শতাব্দী ওয়াদুদ, শ্যামল মওলা, এফ এস নাঈম, শুভ, মম, শরিফুল রাজ, রাশেদ মামুন অপু, মনোজ প্রামাণিক, খায়রুল বাসার, ইয়াশ রোহান, নাজিয়া অর্ষা, নাজিফা তুষি, শহীদুজ্জামান সেলিম, পরীমণি, সুনেরাহ বিনতে, তারিক আনাম খান, শাহেদ আলী, পূজা চেরী প্রমুখ।

প্রসঙ্গত, ভিন্ন ভিন্ন গল্প আর বড় বাজেটের ওটিটি আয়োজনে বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং সাইটে প্রতিনিয়ত মুক্তি পাচ্ছে কনটেন্টগুলো। যেখানে জনপ্রিয় তারকাদের পাশাপাশি দেখা মিলছে অনেক নতুন অভিনেতা-অভিনেত্রীদেরও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close