সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২৪

গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

দেশের উত্তরের নদনদীবেষ্টিত জেলা গাইবান্ধায় ঘন কুয়াশার দাপট আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত ৬ দিনে সূর্যের তেমন দেখা না মেলেনি। কনকনে শীতে শ্রমজীবী মানুষ দুর্ভোগে রয়েছেন। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। এভাবে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টায় গাইবান্ধায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। আর চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে সুন্দরগঞ্জ পৌরসভার কর্ণিপাড়ায় জবা রানী (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে তীব্র শীত। কাহিল হয়ে পড়েছেন তিস্তা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরের মানুষ। বিশেষত শিশু ও বৃদ্ধরা বেশি দুর্ভোগে পড়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডল প্রতিদিনের সংবাদকে জানান, ‘এরই মধ্যে প্রায় ৬ হাজার মানুষকে কম্বর বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আরো চলবে।’ রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান প্রতিদিনের সংবাদকে জানান, ‘প্রতিদিনই গাইবান্ধা জেলার তাপমাত্রা কমছে। আগামী ১৬ জানুয়ারি থেকে মেঘের আনাগোনা শুরু হতে পারে ও নামতে পারে বৃষ্টি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close