চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে ২ শিশু মৃত্যু
স্বপ্নের ট্রেন বাস্তবে দেখতে গিয়ে বাস চাপায় একই পরিবারের দুই শিশু প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা বাজারের উত্তরাংশে ইসলামিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেন দেখার জন্য তিন শিশু ডুলাহাজার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া থেকে ট্রেনের রাস্তায় রওনা হয়। তারা মহাসড়ক অতিক্রম করার সময় দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলে মারা যায় সৌদি আরব প্রবাসী নাছির উদ্দিনের দুই সন্তান আব্দুর রহমান (৬) ও সাবা খাতুন (৮)। অপর শিশু আহত হলেও তার নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিনের সংবাদকে জানান, চাপা দেওয়া বাসটি সিসি ক্যামরার ফুটেজ দেখে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর একই পরিবারের দুই শিশু সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
"