নিজস্ব প্রতিবেদক

  ০৮ ডিসেম্বর, ২০২৩

ঢাকার তেজগাঁও

ক্রেনের ধাক্কায় লাইনচ্যুত ট্রেনের বগি

রাজধানীর তেজগাঁও স্টেশনের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে ধাক্কায় তিতাস কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। তবে অপর লাইনে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় স্টেশনের আউটারের কাছে নাখালপাড়া এলাকায় আখাউড়া থেকে কমলাপুরমুখী তিতাস কমিউটার এ দুর্ঘটনায় পড়ে। ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলেও হতাহতের কোনো খবর মেলেনি।

রেলওয়ে পুলিশের এসআই সেকান্দার আলী বলেন, বিকেল সাড়ে ৪টায় নাখালপাড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ক্রেনের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ আছে। সম্প্রতি একাংশ চালু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে কমলাপুর পর্যন্ত অংশ যাচ্ছে রেললাইনের ওপর দিয়ে। এরই মধ্যে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশের নির্মাণ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তেজগাঁওয়ের পরের অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এখন চলছে। ওই অংশেই এ দুর্ঘটনা ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close