যশোর প্রতিনিধি
০৫ ডিসেম্বর, ২০২৩
বিজয়ের ৫২ বছর উদযাপন
যশোরে সাংস্কৃতিক উৎসব শুরু
বিজয়ের ৫২ বছর উদযাপনে ‘বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান’- এ স্লোগান সামনে রেখে যশোরে আজ মঙ্গলবার শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় উপশহর এস এম সুলতান ফাইন আর্ট কলেজে সকাল সাড়ে ১০টায় আর্ট (চিত্রাঙ্কন) ক্যাম্পের মধ্য দিয়ে এ উৎসব শুরু হবে। গতকাল সোমবার দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য উপস্থাপন করেন যশোরে বিজয়ের ৫২ বছর পূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন। এছাড়া ১৫ ও ১৬ ডিসেম্বর টাউন হল ময়দানের শতাব্দী বটমূলের রওশন আলী মঞ্চে হবে মহান বিজয় দিবসের অনুষ্ঠান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন