নিজস্ব প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০২৩

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু

দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৮২ রোগী। এ সময়ে মশাবাহিত রোগটি কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত সারা দেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৭ জন, আর ঢাকা মহানগরে এ সংখ্যা ১৩৫। সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৩৮৮ জনে।

চলতি বছর ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার- ২ লাখ ৫ হাজার ৯৮৪ জন। ঢাকায় ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪০৪ জন। গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন মারা গেছেন ঢাকায়, আরেকজন ঢাকার বাইরে। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৩৪ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ঢাকায় ৯৪৫ এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৮৯ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close