প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ ডিসেম্বর, ২০২৩

আজকের এই দিনে

আজ ৩ ডিসেম্বর, রবিবার। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবলস্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তাভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নবউদ্দীপনা। আসুন, জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। এসব তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১৭৯০ সালের এই দিনে লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেন।

১৮১০ সালের এই দিনে ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে মৌরিতাস দখল করে নয়।

১৮১৮ সালের এই দিনে ২১তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় ইলিনয়।

১৮২৮ সালের এই দিনে অ্যান্ড্রু জ্যাকসন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৮৫১ সালের এই দিনে একনায়ক লুই নেপোলিয়নের বিরুদ্ধে প্যারিসের জনগণের বিদ্রোহ শুরু হয়।

১৯৪১ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসারলগ্নে জাপান পার্ল হারবার আক্রমণ করে।

১৯৫৫ সালের এই দিনে বাংলাদেশে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।

১৯৬৭ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মতো মানবদেহে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন।

১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান ভারত আক্রমণ করে বসে। ভারতে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করা হয়।

১৯৭৬ সালের এই দিনে বিখ্যাত পপশিল্পী বব মারলিকে হত্যার উদ্দেশে পরপর দুটি গুলি করা হয়। কিন্তু তিনি বেঁচে যান।

১৯৮৩ সালের এই দিনে বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমি।

১৯৮৪ সালের এই দিনে ভারতের ভুপালে একটি মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত আড়াই হাজার মানুষ প্রাণ হারান।

১৯৯০ সালের এই দিনে তেহরানে ফিলিস্তিনবিষয়ক প্রথম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৯৯ সালের এই দিনে বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close