নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৩
জি এম কাদেরের মনোনয়ন জমা দিলেন তার স্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের। শেরিফা কাদেরও ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফে কাদের সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে ঢাকা-১৮ আসনেই নির্বাচন করার জন্য প্রস্তুতি রয়েছে। আমি নির্বাচন করার জন্য তৈরি। আমরা জোটের সঙ্গে নেই, অনেক আগেই বের হয়ে গিয়েছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন