প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ নভেম্বর, ২০২৩

আজকের এই দিনে

আজ ২৮ নভেম্বর, মঙ্গলবার। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবলস্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তাভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নবউদ্দীপনা। আসুন, জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। এসব তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১০৯৮ সালের এই দিনে সিরিয়ায় খ্রিষ্টানদের হাতে ৭০ হাজার মুসলমান নিহত হন।

১৪৪৩ সালের এই দিনে সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।

১৫২০ সালের এই দিনে প্রথম ইউরোপিয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।

১৬৬০ সালের এই দিনে ইংল্যান্ডে রয়েল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৬৭৬ সালের এই দিনে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পন্ডুচেরি বন্দর ফরাশিরা দখল করে নেয়।

১৮১৪ সালের এই দিনে কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।

১৮১৪ সালের এই দিনে লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।

১৮২১ সালের এই দিনে স্পেনের নিকট থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে।

১৯১২ সালের এই দিনে তুরস্কের নিকট থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৬০ সালের এই দিনে মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৭১ সালের এই দিনে ইরানের তিনটি দ্বীপ আবু মুসা, তাম্বে বোযোর্গ, তাম্বে কুচাক থেকে ব্রিটিশ দখলদার সেনারা চলে যাওয়ার পর ইরান ওই তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close