প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ জানুয়ারি, ২০২৩

আজকের এই দিনে

আজ ২২ জানুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্মণ্ডমৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৭৬০ : ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।

১৯২৭ : প্রথম বেতারে ফুটবল খেলার ধারা বিবরণী প্রচার।

১৯৭২ : বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।

১৯৭৩ : নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারায়।

১৯৯১ : উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।

জন্ম :

১৮৭৩ : মৌলভী মজিবুর রহমান খাঁ, খ্যাতিমান সাংবাদিক ও লেখক।

১৯০৮ : নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ল্যেভ দাভিদোভিচ লান্দাউ।

১৯১২ : বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল।

১৯৩৮ : আলতেয়ার, ব্রাজিলীয় ফুটবলার।

মৃত্যু :

১৬৬৬ : সম্রাট শাহজাহান, পঞ্চম মোগল সম্রাট।

১৮৯৭ : শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।

১৯০০ : টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।

১৯০১ : ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানি ভিক্টোরিয়া।

১৯৪২ : মরমী সংগীতশিল্পী উমা বসু (হাসি )।

১৯৬৮ : মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close