রুবেল মিয়া নাহিদ

  ১৫ জানুয়ারি, ২০২৪

উপকূলে উষ্ণতার ছোঁয়া

জেলেপল্লীতে প্লাস্টিকের বিনিময়ে কম্বল...

প্লাস্টিক প্রতিনিয়ত নানাভাবে বিপন্ন করে তুলছে পরিবেশকে। এমন ক্ষতির বিষয়ে জেলেপল্লীর শিশুদের সচেতন করতে পিরোজপুরের মঠবাড়িয়ার কাটাখাল নামক স্থানে জেলেপল্লীতে হাতেখড়ি ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। প্লাস্টিকের বোতল দিলেই সুবিধাবঞ্চিত শীতার্ত শিশুদের দেওয়া হচ্ছে কম্বল। আজ প্রথম ধাপে অর্ধশতাধিক জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের প্লাস্টিকের বিনিময়ে কম্বল উপহার দেওয়া হয়েছে।

সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ বলে জানিয়েছেন এর সদস্যরা। তারা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ারতে প্রথমবারের মতো আমরাই এ উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চলবে। এর মাধ্যমে মূলত হাতেখড়ি ফাউন্ডেশন মানুষকে একটি বার্তা দিতে চায়। আর তা হচ্ছে- প্লাস্টিকের ফলে পরিবেশ যে হারে দূষিত হচ্ছে, তা ধীরে ধীরে হুমকি হয়ে উঠছে। এই প্লাস্টিকই পরে মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই এখন থেকেই সচেতন হওয়া দরকার।

প্লাস্টিকের বোতল দিয়ে কম্বল নিতে আসা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী চন্দন সরকার বলে, ‘কম্বল পেয়ে উপকার হইলো। শীতের দিনে আমাদের শিশুদের পাশে দাঁড়াইছে অনেক আনন্দ লাগছে। প্লাস্টিকের বোতল দিয়া কম্বল, এইডা দিয়া নতুন কিছু শিখলাম।’

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া জানায়, ‘আমি ৫টা বোতল দিয়ে একটা কম্বল পাইছি। তাতে পরিবেশ সুরক্ষা পাবে, আমিও কম্বল পেয়ে খুশি।’

হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, ‘আমাদের প্রোগ্রাম করার মূল উদ্দেশ্যটাই ছিল পরিবর্তন নিয়ে আসা। নীতিনির্ধারকদের এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে, আমরা চাইলেই কি না পারি। আমরা জিরো প্লাস্টিক ওয়েস্টের একটা সচেতনতামূলক ক্যাম্পেইন করে প্লাস্টিকের বিনিময়ে শীতার্ত মানুষদের উপহার হিসেবে কম্বল দিয়েছি। জিরো প্লাস্টিক ওয়েস্ট সম্পর্কে মানুষকে সচেতন করতে এ ধরনের ছোট ছোট উদ্যোগ নিলে একটা সময় এই প্লাস্টিক নিয়ে আমাদের আর হুমকির মুখে পড়তে হবে না।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সজিব মিত্র, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সহসভাপতি অবিদ হাসান সোলায়মান, জিয়া, সাকিব আল হাসান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close