প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০২৩

রাজউকে চাকরি, তিন ক্যাটাগরিতে পদ ৯৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শর্ত সাপেক্ষে প্যানেল প্রস্তুতের জন্য আইন উপদেষ্টা, আইন পরামর্শক ও প্যানেল আইনজীবী পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম : আইন উপদেষ্টা

পদসংখ্যা : ১০

যোগ্যতা : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম : আইন পরামর্শক

পদসংখ্যা : ১০

যোগ্যতা : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. পদের নাম : প্যানেল আইনজীবী

পদসংখ্যা : ৭৫

যোগ্যতা : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১০ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার যেকোনো আইনজীবী সমিতির সদস্যপদ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের রাজউকের https://www.rajuk.gov.bd/ ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে ওপরে উল্লেখিত তথ্য পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, রাজউক বরাবর আবেদন করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি : ‘চেয়ারম্যান, রাজউক’, ঢাকার অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি বা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : পরিচালক (আইন), আইন শাখা, অষ্টম তলা, অ্যানেক্স ভবন, রাজউক, মতিঝিল, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময় : ১৪ ডিসেম্বর ২০২৩।

সূত্র : প্রথম আলো

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close