অনলাইন ডেস্ক
০৮ ডিসেম্বর, ২০২৩
মাহবুবা ফারুক
ঈশ্বর কণা
সম্পর্কগুলো ধুলোর কণা হয়ে যাচ্ছে
মুঠো ভরে নিতে গেলে ঝরঝর করে পড়ে যায়
সমুদ্রের ঢেউ সৈকত ছুঁয়ে ছুঁয়ে চলে যায়
জানালা দিয়ে আসা আলোকরশ্মির মতো
অনেক যত্ন করেও বাঁধা যায় না প্রাণের সাথে
বারবার হাতে তুলে নিই বারবার পড়ে যায়
ঈশ্বর কণাদের জন্ম হয় ধরা যায় না
শূন্যই থেকে যায় হাতের মুঠো
সম্পর্ক ভেঙে ভেঙে যতই সৃষ্টি হোক নতুন কিছু।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন