
০৮ ডিসেম্বর, ২০২৩
মমতাজ রোজ কলি
হুল

খুশিগুলো এখন কাঁকড়া বিছের মতো
ছুঁলেই নিরন্তর অনুভূতি...
অপার বিস্ময়ে চমকিত চমকায়!
অনিন্দ্য শব্দচাষে পকেট জমিন সৃষ্টি করে
এক অনবদ্য হাহাকার...
কেবলই নান্দনিক অভিব্যক্তির সমারোহে
স্বস্তির ফুল নয়- ফুটে থাকে ললাটে
একরাশ সুদক্ষ প্রকৌশলী হুল...
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন