reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০২৩

আলম হোসেন

রূপসী নারীর মতো

জোছনার শরীর মেঘচাদরে ঢাকা

ঝিরিঝিরি বাতাস কাশবনের ছায়ায়

কালো চুল বিলিকাটা ভালোবাসা চায়

দুচোখের হাসিতে মধুর মাধুরি বিলায়

আলতামাখা ঠোঁট বলে-

এই তো সময়, আমাকে কাছে টেনে নাও।

শ্রাবণ রাতে নদীর কুল আছড়ে পড়ে ঢেউ

অসময়ে বজ্রপাত দেখে না তো কেউ

শিউলি ফুলের মালা বদল হয়ে যায়।

মধুর সুরে ভাটিয়ালি গানে হাসান আলী

বাঁশের বাঁশরি বাজায়।

শরতের আকাশ যেন সাদা হাঁস, বারবার

রূপসী নারীর মতো রূপ পাল্টায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close