reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০২৩

বীরেন মুখার্জী

সুখ ও সর্বনাশ

মন খারাপগুলো জমিয়ে রেখে, স্বস্তি উড়িয়ে

দিয়েছি মেঘের ডানায়; ওহে বসন্ত-

আবার দেখা পেলে, বিচূর্ণ মেঘ থেকে

তুলে নেব সুগন্ধ কুসুম, আর-

সমস্ত রত্ন ঢেলে দেব তোমার ডাকনামে।

যদিও নির্বাক আকাশে তুমি- শুধুই পিপাসা!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close