reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০২৪

বিশ্বকাপে ব্যর্থতা : অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে নিউজিল্যান্ডের। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর যা প্রথম ঘটনা। অথচ সবশেষ সাতটি আইসিসি ইভেন্টে অন্তত সেমিফাইনালে খেলা ব্ল্যাকক্যাপসের নিয়ে এবার প্রত্যাশা করা হয়েছিল অধরা শিরোপাটা ছুঁয়ে দেখবে তারা। এমন ভরাডুবির পর তাই বোর্ডের সঙ্গে থাকা কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

এর ফলে সাদা বলের ক্রিকেটে উইলিয়ামসনকে আর নেতৃত্বে দেখা যাবে না। তা ছাড়া কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় তাকে খেলানোর জন্য জোর করতে পারবে না বোর্ড। তবে নিউজিল্যান্ডের খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেই জানিয়েছেন উইলিয়ামসন। যদিও জানুয়ারির উইন্ডোতে নিউজিল্যান্ডের হয়ে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ক্রিসমাসের আগে নিউজিল্যান্ডের হয়ে ৮টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবেন বলেও নিশ্চিত করেছেন উইলিয়ামসন। সঙ্গে জানিয়েছেন ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশগ্রহণ করবেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইলিয়ামসন,বিশ্বকাপে ব্যর্থতা,অধিনায়কত্ব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close