reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

রোনালদোর ব্যর্থতার দিনে জয়বঞ্চিত আল নাসর

ছবি : সংগৃহীত

অবনমনের শঙ্কায় থাকা দলের বিপক্ষে ৩ পয়েন্ট তুলে নিতে ব্যর্থ হলো আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর সহজ সুযোগ নষ্টে জয়বঞ্চিত হয়েছে আল নাসর।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আল নাসর।

শক্তিমত্তায় আল রিয়াদের তুলনায় যোজন যোজন এগিয়ে আল নাসর। রোনালদো, সাদিও মানে, ওতাভিও, ব্রোজোভিচ, অ্যালেক্স তেলেসের মতো তারকাদের বিপরীতে আন্দ্রে গ্রে, আল আকিল, ইব্রাহিম এনডং। আল নাসর শুরুটাও করেছিল ফেভারিটের মতো। ম্যাচের ১৪তম মিনিটে ব্রোজোভিচের কর্নার ক্রস বক্সের বাইরে দখলে নিয়ে জোরালো শট নেন ওতাভিও। বল রিয়াদের একজনের পায়ে লেগে জড়ায় জালে।

কিন্তু ২৫তম মিনিটে হতাশ করেন রোনালদো। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ফাঁকায় পেয়ে এগিয়ে যান প্রতিপক্ষের ডি-বক্সের দিকে। তবে ওয়ান অন ওয়ান পজিশনে রিয়াদের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তুলে মারতে গিয়ে বল পাঠান লক্ষ্যের বাইরে। অন্যদিকে পরের মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আন্দ্রে গ্রে। আল শেহরির পাস ফাঁকায় পেয়ে ওয়ান অন ওয়ান পজিশনে পরাস্ত করেন নাসরের গোলরক্ষককে। সমতায় ফেরে রিয়াদ।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ আল আকেল। শেহরির ক্রস ছয় গজ দূরত্ব থেকে বাইসাইকেল কিকে জালে জড়ান তিনি। বিরতির পর আরেকবার হতাশ করেন পর্তুগিজ তারকা। দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। সাদিও মানের পাস ছয় গজ দূরত্বে পেয়ে জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

৬৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। আল আকেলকে বাধা দিয়ে লাল কার্ড দেখেন আয়মেরিক লাপোর্তে। তাতে টেবিলের ১৫তম দলের বিপক্ষে হারের শঙ্কা জেগেছিল দুইয়ে থাকা আল নাসরের। অবশ্য দলকে লজ্জার হাত থেকে বাঁচান মেশারি আল নেমের। যোগ করা সময়ের শেষদিকে গোলবারের সামনে বল পেয়ে জালে জড়ান তিনি। তাতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। আল হিলালের কাছে শিরোপা খোয়ানো নাসর ২৭ মে আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের লিগ মৌসুম শেষ করবে।

৩৩ ম্যাচে ২৫ জয় আর ৪ ড্রয়ে নাসরের পয়েন্ট ৭৯। সমান ম্যাচে লিগ চ্যাম্পিয়ন হিলালের পয়েন্ট ৯৩। ৩২ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কা নিয়ে টেবিলের ১৪তম স্থানে অবস্থান করছে রিয়াদ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোনালদো,আল নাসর,সৌদি প্রো লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close