ক্রিয়া প্রতিবেদক

  ২৩ মে, ২০২৪

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ব্যবস্থাপনা ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সহযোগিতায় 

স্কোয়াশ কোচিং ঝিনাইদহ ক্যাডেট কলেজে

ছবি : প্রতিদিনের সংবাদ

১০ মে ২০২৪ থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজে দুই সপ্তাহের একটি স্কোয়াশ কোচিং ক্যাম্প শুরু হয়েছে।

কোচ শ্রী আরজুর অধীনে পরিচালিত উক্ত ক্যাম্পে ৪৮ জন ক্যাডেটকে কোচিং দেওয়া হচ্ছে। ফেডারেশন আশা করে, উক্ত ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটরা দেশ-বিদেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়/কলেজ ও ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়/কলেজে অধ্যায়ন করার পাশাপাশি অনেকে স্বশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনে যোগদান করবে।

ফলশ্রুতিতে তারা একদিন বাংলাদেশে স্কোয়াশ খেলার পুনর্জাগরণ ও বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। শারীরিক ভাবে যোগ্য মেধাবী নবীন ক্যাডেটরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্কোয়াশ কোচিং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close