reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২৪

৬১ বছর পর শিরোপা খরা ঘোচাল আটালান্টা

ছবি : সংগৃহীত

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে জমজমাট ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয় স্বপ্নবাজ দুই দল বায়ার লেভারকুসেন ও আটালান্টা।

চলতি মৌসুমে ৫১ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার বুন্দেসলিগা জয়ের রেকর্ড নিয়ে ট্রেবল জয়ের মিশনে এদিন খেলতে নামে লেভারকুসেন। ম্যাচের আগে তাই অনেকের কাছেই জার্মান ক্লাবটি ছিল ফেভারিট।

তবে ম্যাচের শুরু থেকেই বদলে যায় সেই চিত্র। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে আটালান্টা কাছে পাত্তা পাচ্ছিল না লেভারকুসেন।

ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় আটালান্টা। জোরালো শটে বল জালে জড়ান নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকম্যান।

ম্যাচের ২৬তম মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন ২৬ বছর বয়সি নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালিয়ান ক্লাব আটালাল্টা।

বিরতির পরও প্রথমার্ধের মতোই ছন্দ ধরে রাখে গ্যাস্পেরিনির শিষ্যরা। ম্যাচের ৭৫তম মিনিটে আরেকটি দারুণ গোলে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি আটালান্টাকে ইতিহাস গড়ার আনন্দে ভাসান নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকম্যান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটালান্ডা,লেভারকুসেন,ইউরোপা লিগ,শিরোপা জয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close