reporterঅনলাইন ডেস্ক
  ২২ মে, ২০২৪

পদত্যাগ করলেন চেলসির কোচ

মরিচিও পচেত্তিনো ব্যর্থতার দায় নিয়ে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে পদত্যাগ করেছেন। এক মৌসুম দায়িত্ব পালন করেই পদত্যাগ করলেন এই আর্জেন্টাইন কোচ।

প্রিমিয়ার লিগে এবার টেবিলের ষষ্ঠস্থানে থেকে মৌসুম শেষ করেছে চেলসি। সর্বশেষ ৫ ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। তবে এই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি চেলসি। সে হিসেবে ব্যর্থ একটি মৌসুম শেষ করেছে দ্য ব্লুজরা। অথচ গত দুই বছরে নতুন খেলোয়াড় কেনায় ১০০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছিল চেলসি।

পদত্যাগের আগে চেলসির সহমালিক বেহদাদ এগবেলির সঙ্গে ৪৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর আলোচনা করেন পচেত্তিনো। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

এ নিয়ে গেল দুই বছরে চেলসি থেকে পদত্যাগ করলেন ৪ কোচ। এর আগে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছিলেন টমাস টুখেল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও গ্রাহাম পটার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদত্যাগ,চেলসি,মরিচিও পচেত্তিনো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close