reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০২৪

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ম্যাচ ছিল সন্ধ্যায়। টস খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এবার প্রথমবারের মতো ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ শুরু হয়েছে সকাল ১০টায়, টসের কিছুটা প্রভাব থাকা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে জিম্বাবুয়ে।

রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি একাদশে তিন বদল এনেছে স্বাগতিক দল। টানা খেলার মধ্যে থাকা তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম। চতুর্থ ম্যাচে খরুচে বল করা তানজিম হাসান সাকিব ও তানবীর ইসলাম একাদশে জায়গা হারিয়েছেন। তাদের বদলে একাদশে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শেখ মেহেদী হাসান।

জিম্বাবুয়েও তাদের একাদশে এনেছে এক বদল। পেসার রিচার্ড এনগারাভার জায়গায় খেলছেন অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : ব্রায়ান বেনেট, তাডিওয়ানশে মারুমানি, সিকান্দার রাজা, ক্লাব মাদান্দে, শন উইলিয়ামস, রায়ান বার্ল, লুক জঙ্গুই, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্যাটিংয়ে বাংলাদেশ,টস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close