reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০২৪

হাথুরুসিংহে ঢাকায় কবে ফিরছেন?

ছবি : সংগৃহীত

জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে আছেন। এদিকে গুঞ্জন উঠেছিল ঢাকায় আর ফিরছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয় এই গুঞ্জন।

এবিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ নিশ্চিত করেছে, হাথুরুসিংহে ঢাকায় না ফেরার গুঞ্জনটি সত্য নয়। কবে জাতীয় দলের এই কোচ ঢাকায় ফিরবেন সেটিও জানিয়েছে তারা।

বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ডিপিএলের একাধিক ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাবেন তারা।

জানা গেছে, ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুসিংহের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বন্দরনগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দু’দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ দুই ম্যাচ।

বিসিবির অভিযোগ, হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন জোগাতে পারেন বলে মনে করা হয়। হাথুরুসিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন। বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া, সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাথুরু। জাতীয় দলের প্রধান কোচের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাথুরুসিংহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close