reporterঅনলাইন ডেস্ক
  ১৫ এপ্রিল, ২০২৪

জার্মান ফুটবলের নতুন রাজা লেভারকুসেন

রাজত্ব হারাল বায়ার্ন

জার্মান ফুটবলের নতুন রাজা বেয়ার লেভারকুসেন। ১১ বছরের শোককে শক্তিতে রূপান্তর করেছে দলটি। হয়ে উঠেছে অজেয়। চলতি মৌসুমের সবকটি (২৯টি) লড়াইয়ে অপরাজিত থেকেই বসেছে সিংহাসনে। প্রথমবারের মতো পরেছে জার্মান বুন্দেসলিগার শ্রেষ্ঠত্বের মুুকুট।

রবিবার রাতে ওয়ার্ডার ব্রিম্যানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লেভারকুসেন। এতে ৫ ম্যাচ বাকি থাকতেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করে তারা। কারণ, বাকি সব ম্যাচ জিতলেও তার সবচেয়ে কাছের প্রতিযোগী বায়ার্নের দ্বারা লেভারকুসেনের সমান পয়েন্ট পাওয়া সম্ভব নয়। লেভারকুসেন থেকে এখন ১৬ পয়েন্ট পিছিয়ে আছে বায়ার্ন।

২৯ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৭৯। সমান ম্যাচে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৬৩।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জার্মান ফুটবল,বেয়ার লেভারকুসেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close