reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মার্চ, ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লো আর্সেনাল

ছবি : সংগৃহীত

গত মাসে ওয়েস্টহ্যামকে তাদের মাঠে হারিয়েছিল ৬-০ গোলে। সবশেষ অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে হারায় ৫-০তে। এবার শেফিল্ড ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে ৬-০ ব্যবধানের বিশাল জয় পেলো আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন অ্যাওয়ে ম্যাচে পাঁচ বা তার বেশি গোলে জয়ের ইতিহাস গড়লো মিকেল আর্তেতার দল।

এ নিয়ে টানা সাত ম্যাচে মোট ৩১ গোল করলো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে যা কি না নতুন এক রেকর্ড।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ৯০ মিনিটে শেফিল্ডের মাঠে ২২টি বেশি শট নেয় আর্সেনাল। প্রথমার্ধেই তারা এগিয়ে গিয়েছিল ৫-০ গোলে।

মার্টিন ওডেগার্ড ম্যাচের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন। এরপর আর পেছনে ফিরে দেখতে হয়নি আর্সেনালকে। জ্যাডেন বোগলের আত্মঘাতী গোলে ২-০ হয়, ১৫ মিনিটের মধ্যে ৩-০ করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।

বিরতির আগে গোল করেন কাই হাভার্টজ আর ডেক্লান রাইসও। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন বেন হোয়াইট, যেটি ছিল আর্সেনালের ইতিহাসের ১০ হাজারতম গোল।

এই জয়ে টেবিল টপার লিভারপুলের বেশ কাছে চলে এসেছে আর্সেনাল। ২৭ ম্যাচে এখন ৬১ পয়েন্ট গানারদের। সমান ম্যাচে লিভারপুলের ৬৩ আর ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬২।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিভারপুল,কাই হাভার্টজ,ডেক্লান রাইস,বার্নলি,আর্সেনাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close