reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মার্চ, ২০২৪

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও শেষ বলে হারল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদের পর জাকের আলীর দারুণ ব্যাটিংয়ের পরও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ। তীরে এসেই যেনো ডুবলো তরী।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০৭ রানের বড় টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা।

শুরুতে লিটন দাস, নাজমুল শান্ত ও সৌম্য সরকাররা সুবিধা করতে না পারলেও হাল ধরেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তাকে সঙ্গ দেন জাকের আলী। রিয়াদ ৩১ বলে ৫৪ রান করে ফেরেন সাজঘরে।

এরপর একাই দক্ষ নাবিকের মতো দলকে সামনের দিকে টেনে নিয়ে যান জাকের। তার ঝোড়ো ব্যাটিংয়ে শুরুতেই হারতে বসা বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে এবং কাঙ্ক্ষিত মাইলফলকের খুব কাছেও চলে যায়।

শেষ ওভারে এসে ৩৪ বলে ৬৮ রান করে ফেরেন জাকের। সেখানেই যেনো বাংলাদেশের তীরে এসে তরী ডোবার শুরু। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। থেকে যায় মাত্র চার রানের আক্ষেপ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টি-টোয়েন্টি সিরিজ,শ্রীলঙ্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close