এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো
হলো জরিমানাও
সৌদি প্রো লিগে গত রবিবার আল শাবাবের বিপক্ষে গোল করে মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাইলফলক ছোঁয়ার ম্যাচে অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েন তিনি। সেই অশ্লীল অঙ্গভঙ্গির জন্য তাকে শাস্তি দিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন।
আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেয় প্রতিপক্ষের সমর্থকরা। তিনি প্রথমে কানের পেছনে হাত দিয়ে স্লোগান শোনার ভাব ধরেন। এরপর প্রতিপক্ষের সমর্থকদের উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি করেন। সেই অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন ৩৯ বছর বয়সি পর্তুগিজ তারকা।
যার কারণে সৌদি ফুটবল ফেডারেশন রোনালদোকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হবে তাকে। বুধবার সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই রায় দিয়েছে।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই রোনালদোর। যার মানে, জরিমানার দেওয়ার পাশাপাশি আল নাসরের সামনের ম্যাচে খেলতে পারবেন না পর্তুগিজ তারকা।