ক্লাব গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনন্য রেকর্ড
আল নাসরের জার্সিতে আরেকটি গোল করে মাইলফলক ছুঁলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে তার দল।
২১তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো। আল শাবাবের ইয়াগো সান্তোস বক্সের মধ্যে হাত দিয়ে বল ঠেকালে রেফারি ভিএআর যাচাই করে পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে ফুটবল ক্যারিয়ারের ৮৭৭ গোল করেন সিআরসেভেন।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পথে ছিল আল নাসর। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইয়ানিক কারাসকো গোল শোধ দেন পেনাল্টি থেকে। বিরতি থেকে ফিরেই টালিসকা ২-১ গোলের লিড এনে দেন আল নাসরকে। কার্লোস ৬৭ মিনিটে আবার আল শাবাবকে সমতায় ফেরান।
নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে টালিসকা করেন জয়সূচক গোল। ইনজুরি টাইম ছিল ১০ মিনিটেরও বেশি। তাই এগিয়ে থাকলেও চাপে ছিল আল নাসর। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। আব্দুল্লাহ রাদিফ যোগ করা সময়ের ১২ মিনিটে লাল কার্ড দেখায় ১০ জন নিয়ে খেলা শেষ করে আল শাবাব।
এই জয়ে শীর্ষে থাকা আল হিলালের (৫৬) সঙ্গে চার পয়েন্টের ব্যবধান ঘুচিয়েছে আল নাসর। অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে তারা।
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় রোনালদো লিখেছেন, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। আমরা এগিয়ে যাই, থামি না।
পিডিএস/এমএইউ