reporterঅনলাইন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি, ২০২৪

শক্তিশালী আর্সেনালকে রুখে দিলো পোর্তো

ছবি : সংগৃহীত

ম্যাচের মূল সময়ের পুরোটা ছিল গোলহীন। অতিরিক্ত সময়ে এসে হলো প্রথম গোলের উদযাপন। পোর্তোর দর্শকদের তখন বাঁধভাঙা উল্লাস। শেষ পর্যন্ত আর্সেনালের মতো শক্তিশালী দলকে হারিয়েই মাঠ ছাড়লো স্বাগতিকরা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পোর্তো ম্যাচটি জিতেছে ১-০ গোলে।

গতকাল বুধবার রাতে আর্সেনাল কতটা অগোছালো ছিল, খেলার পরিসংখ্যান দেখলেই সেটা স্পর্শ চোখের সামনে ভেসে ওঠে। অ্যাওয়ে ম্যাচটিতে লক্ষ্যে একটি শটও করতে পারেনি মিকেল আরতেতার শিষ্যরা।

২০১১ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের লক্ষ্যে কোনো শট নিতে পারলো না আর্সেনাল। এছাড়া গতকাল সফরকারীলা ফাউল করেছে মোট ২২টি। হলুদকার্ড দেখেছে তিনবার।

তবে গতকালের ম্যাচে পোর্তোকে ভাগ্য সহায়তা করেছে অনেকটুকু। ম্যাচে বল দখলে দাপট ছিল আর্সেনালের। অথচ আচমকা গোলে শেষ হাসিটা হেসেছে পর্তুগালের ক্লাবটিই।

ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পোর্তের হয়ে গোলটি করেন গ্যালেনো। ওটাভিওয়ের অ্যাসিস্টে ডানপায়ের দারুণ শটে আর্সেনালের জালে বল পাঠান তিনি।

আগামী ১২ মার্চ লন্ডনে দ্বিতীয় লেগ খেলতে যাবে পোর্তো। ওই ম্যাচে ব্যতিক্রমী কিছু না হলে জয়ের সম্ভাবনা বেশি আর্সেনালেরই। কারণ, গোল করায় গানাররা বেশ পটু। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের লিগের গত ৫ ম্যাচে ২১টি গোল করেছে তারা। তবে মাঠের খেলাই বলে দিবে শেষ আটে আসলে কারা খেলবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পোর্তো,আর্সেনাল,চ্যাম্পিয়ন্স লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close