কারভাহালের চোখে ফুটবলের ‘দানব’ যারা
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলেছেন দানি কারভাহাল। ২০১৩-২০১৮ পর্যন্ত দুজন মিলে লা-লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও বেশ কয়েকটি শিরোপা জিতেছেন। পর্তুগীজ মহাতারকা রিয়ালকে বিদায় জানিয়েছেন অনেক আগে, তবে কারভাহাল এখনো খেলে যাচ্ছেন লস ব্লাঙ্কোসদের হয়ে।
এদিকে রোনালদোর সঙ্গে খেলার সময় লিওনেল মেসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন কারভাহাল। মেসিও তখন বার্সেলোনার হয়ে সেরা ছন্দে ছিলেন। সম্প্রতি তাই সময়ের দুই সেরা ফুটবলারকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল কারভাহালকে।
মেসি নাকি রোনালদো- দুজনের মাঝে কাকে বেছে নেবেন কারভাহাল? এমন প্রশ্নের উত্তরে বর্তমান রিয়াল তারকা হেঁটেছেন অন্যপথে। দুজনের মাঝে কাউকেই আলাদা করতে চাননি তিনি। কারভাহাল বলেন, মেসি বা রোনালদো? আমি দুজনকে এক কাতারেই রাখব। আমি একজনের ওপরে অন্য জনকে রাখতে চাই না।
স্ব স্ব ক্ষেত্রে মেসি-রনালদো দুজনই সেরা জানিয়ে কারভাহাল বলেন, আমি মনে করি তাঁরা ভিন্ন ধরনের খেলোয়াড়। মেসি এমন খেলোয়াড় যে নিচে নেমে বল গ্রহণ করতে পারেন এবং আক্রমণ তৈরি করতে পারেন। এরপর তিনি খেলাটিকে এগিয়ে নেন এবং সুযোগও সৃষ্টি করেন।
আর সাবেক রিয়াল সতীর্থকে নিয়ে কারভাহাল বলেন, গোল করা, আক্রমণ এবং ফিনিশিংয়ে রোনালদো একজন দানব। আর তাই এ দুজনকে এক করতে চেয়েছেন রিয়ালের বর্তমান এই ফুটবলার। তিনি বলেন, একজন দানব। যদি তাঁরা (মেসি-রোনালদো) একসঙ্গে খেলেন, তবে সেটা হবে বোমার মতো। আর সেটা দেখাও দারুণ কিছু হবে।
পিডিএস/এমএইউ