reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

হারতে যাওয়া ম্যাচে ড্র করে সম্মান বাঁচালো বার্সেলোনা

ছবি : সংগৃহীত

লা লিগায় নিজেদের ঘরের মাঠে হারতে হারতে কোনো রকমে ড্র করে মাঠ ছাড়ল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ছয় গোলের ম্যাচে গ্রানাদার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে কাতালান ক্লাবটি। বার্সার হার এড়ানোর পথে বড় অবদান ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালের। ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেছে ইয়ামাল।

পরাজয়ের স্বাদ না পেলেও ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। এতে শিরোপা দৌড়ে টিকে থাকাকে আরও কঠিন করে তুলল দলটি।

এ ম্যাচ শেষে ২৪ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৫১। অর্থাৎ সমান ম্যাচে বার্সেলোনার চেয়ে ১০ (রিয়ালের পয়েন্ট ৬১) পয়েন্টে এগিয়ে আছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। এমনকি দুইয়ে থাকা জিরোনাও বার্সার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে বাংলাদেশ সময় দিন গত রাত ২টায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দাপটের সঙ্গে শুরু করে বার্সা। মাঝমাঠের দখল নিয়ে গ্রানাদাকে নিজেদেরে অর্ধে আটকে রেখে আক্রমণে যায় স্বাগতিকেরা। তবে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেললেও প্রথমার্ধে একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা। ম্যাচের ১৪ মিনিটে একমাত্র গোলটি আসে লামিনে ইয়ামালের কাছ থেকে। তবে ম্যাচের ৪৩ মিনিটে ম্যাচে সমতা ফেরান রিকার্ড সানচেজ।

প্রধমার্ধ শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে ৫৩ মিনিটে সুবিধাজনক জায়গায় থেকেও গোল করতে পারেননি লেভা। বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। লেভা না পারলেও ঠিকই পেরেছেন গ্রানাদার ফাকুন্দো পেলিস্ট্রি। ৬০ মিনিটে মাইর্তো উজুনির দারুণ এক ক্রসে দারুণ ফিনিশিংয়ে গ্রানাদাকে লিড এনে দেন পেলিস্ট্রি। সমতা ফেরাতে বার্সার অবশ্য তিন মিনিটের বেশি লাগেনি।

৬৩ মিনিটের মাথায় লেভানডফস্কির দারুণ এক গোলে ম্যাচে ফেরে কাতালান ক্লাবটি। তবেই এই সমতাও বার্সা ধরে রাখতে পারেনি। ৩ মিনিট পর ফের এগিয়ে যায় গ্রানাদা। ৬৬ তম মিনিটে এবার সতীর্থের ক্রসে জোরাল হেডে গোল করেন ইগনাসি মিকুয়েল। পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরাতে জোর চেষ্টা করে বার্সা। শেষ পর্যন্ত ইয়ামালের গোলেই স্বস্তি ফেরে বার্সা শিবিরে। এ গোলেই শেষ পর্যন্ত হার এড়িয়ে মাঠ ছাড়ে জাবি হার্নান্দেজের দল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চ্যাম্পিয়ন বার্সেলোনা,লা লিগা,লামিনে ইয়ামাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close